ইউকে শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
হেডলাইন

সিলেটকে একটি স্মার্ট ও পর্যটন নগরী হিসেবে গড়ে তুলবো : আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেটকে একটি স্মার্ট ও পর্যটন নগরী হিসেবে গড়ে তুলবো : আনোয়ারুজ্জামান চৌধুরী

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন,আমাকে যদি আপনারা বিজয়ী করেন তাহলে সবাই মিলে আমাদের সিলেটকে একটি স্মার্ট ও পর্যটন নগরী হিসেবে আমি গড়ে তুলব।

মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান বলেন, আমাদের চ্যালেঞ্জ আছে অনেক কিন্তু আপনাদের নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে সুন্দর সিলেট শহর গড়ে তুলব।

রোববার (৪মে) রাতে সিলেট সিটি করপোরোশ নির্বাচনে পশ্চিমাঞ্চলের সকল সেন্টার কমিটির সাথে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, আওয়ামী লীগ চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে। জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির উপর আস্থা রেখেছে।ইনশা আল্লাহ আগামী ২১ জুনের নির্বাচনে আমাদের প্রতিক,স্বাধীনতার পথিক নৌকার চূড়ান্ত বিজয় সূচিত হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন বলেন, দেশের মানুষ শেখ হাসিনার উপর ভরসা রেখেছে।সিলেট নগরীর জনগণকেও এই সরকারের উন্নয়নের স্রোতের সঙ্গে থাকতে হবে। নাহলে আপনি নিজেই পিছিয়ে যাবেন, উন্নয়নের স্রোত থেকে হারিয়ে যাবেন।শেখ হাসিনার প্রার্থী আনোয়ারুজ্জামানকে বিজয়ী করে সেই স্রোতেকে আরো ত্বরান্বিত করুন।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আমাদের জরিপে সিলেটে নৌকার প্রার্থীর বিপুল ভোটে জয়ের সম্ভাবনা রয়েছে। শুধু আপনারা উন্নয়নের বার্তা নিয়ে মানুষের কাছে যান। সুন্দর আগামী, উন্নত দেশ ও আধুনিক প্রজন্ম গড়ে তুলতে নৌকায় ভোট চান। আওয়ামী লীগ যখনই ঐক্যবদ্ধ হয়েছে তখনই বিজয় সূচিত হয়েছে।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিনের সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুলের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com