
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে মালেক নুর (৪৫) ও আব্দুন নুর (৪০) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় মধুরাপুর ও রসুলপুর গ্রামের পাশের হাওড়ে পৃথক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন-মালেক নুর দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের মৃত উকিল আলীর ছেলে ও আব্দুন নুর কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা।
কুলঞ্জ চেয়ারম্যান একরার হোসেন বলেন, হাওড়ে কাজ করার সময় আব্দুন নূর বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে ভাটিপাড়া ইউপি সদস্য এমদাদ চৌধুরী মিন্টু জানান, হাওড় থেকে বাড়ি আসার সময় বজ্রপাতে মালেক নূর মারা গেছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, হাওড়ে কাজ করার সময় বজ্রপাতে তারা দুইজন মারা যান।