ইউকে শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
হেডলাইন

৬ষ্ট উপজেলা নির্বাচন ২০২৪ : প্রথম ধাপে মৌলভীবাজারের ৩টি উপজেলায় অনলাইনে মনোনয়নপত্র দাখিল করলেন ৩৭ জন প্রার্থী

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার ১৫ এপ্রিল মৌলভীবাজার জেলার তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরও ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা নিয়েছে নির্বাচন কমিশন।

মৌলভীবাজার জেলার মোট ৭টি উপজেলার মাঝে বড়লেখা, জুড়ি ও কুলাউড়া উপজেলায় আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কুলাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

জুড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বড়লেখা উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকতা মোহাম্মদ শাহীন আকন্দ জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপের মনোনয়ো পত্র দাখিলের শেষ দিন ছিলো আজ ১৫ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। ভোট গ্রহণ হবে ৮ মে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ