ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

দৃষ্টিহীনদের দৃষ্টিশক্তি ফেরাবে নিউরালিংকের নতুন ব্রেন চিপ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : জন্ম থেকে চোখে দেখতে না পারা মানুষ এবং চোখে মারাত্মক আঘাত বা রোগের কারণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা ব্যক্তিদের কথা মাথায় রেখে নতুন ব্রেন চিপ তৈরি শুরু করেছে ইলন মাস্কের মালিকানাধীন নিউরালিংক। এর মাধ্যমে একজন দৃষ্টিহীন মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে সক্ষম বলে জানানো হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল এর প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ইলন মাস্ক জানান, ব্লাইন্ডসাইট ইমপ্ল্যান্ট বানরদের মধ্যে কাজ করছে। এই চিপটির মাধ্যমে একজন ব্যক্তি প্রথমে ঝাপসা দেখবে। যা অনেকটা আশির দশকের ভিডিও গেমস নিনটেনডোর গ্রাফিকসের মতো। তবে পরে স্বাভাবিকভাবে দেখতে পাবে। নিউরালিংকের এই যন্ত্রের কারণে কোনো বানরের মৃত্যু হয়নি বা কোনো বানর গুরুতর আহত হয়নি।

তারহীন এই ব্রেন চিপটি দৃষ্টিহীনদের মস্তিষ্কে যুক্ত করা হবে। বিশেষ প্রযুক্তির চিপটি ডিজিটাল ক্যামেরায় ধারণ করা দৃশ্য সংকেত আকারে মস্তিষ্কের পেছনের দিকে থাকা ভিজ্যুয়াল কর্টেক্সে (দৃশ্যমান এলাকা) পৌঁছে দেবে। ফলে দৃষ্টিহীনদের পাশাপাশি অন্ধ ব্যক্তিরাও আশপাশের বিভিন্ন দৃশ্য দেখতে পারবেন।

দীর্ঘদিন ধরেই মানুষের মস্তিষ্কের সঙ্গে যন্ত্রের সংযোগ স্থাপনের জন্য ব্রেন কম্পিউটার ইন্টারফেসেস (বিসিআইএস) প্রযুক্তির চিপ তৈরির জন্য কাজ করছে নিউরালিংক। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) নিউরালিংককে মানুষের মস্তিষ্কে চিপ যুক্ত করে পরীক্ষা চালানোর অনুমতিও দিয়েছে।

এরই ধারাবাহিকতায় গত জানুয়ারি মাসে প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে তারহীন চিপ যুক্ত করে নিউরালিংক। সে সময় প্রতিষ্ঠানটি জানিয়েছিল, মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে যুক্ত করে জটিল স্নায়বিক সমস্যার সমাধান করতেই বিশেষ প্রযুক্তির চিপটি তৈরি করা হয়েছে।

২০১৬ সালে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক নিউরালিংক প্রতিষ্ঠা করেন। মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে যুক্ত করে দৃষ্টিশক্তি, বাক ও শ্রবণ প্রতিবন্ধকতা, বিষণ্ণতা, সিজোফ্রেনিয়া, স্থুলতা ও শরীরিক বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ