ইউকে বাংলা অনলাইন ডেস্ক :স্ত্রীর আপনাকে সত্যিই ভালোবাসেন কি না তা নিয়ে মনে হয়তো কৌতূহল থাকতেই পারে। কারণ সম্পর্কের পরিসরে ভালোবাসার অভাব ঘটলে একে অপরের সঙ্গে দিনযাপন করা কঠিন হয়ে যায়। তখন কথায় কথায় অশান্তি হতে পারে। তবে ঠিক কোন কোন লক্ষণে আপনি বুঝতে পারবেন যে স্ত্রী আপনাকে ভালোবাসেন? চলুন জেনে নেওয়া যাক সেই উত্তর-
স্ত্রী কি আপনার সব কথা মেনে চলেন?
আপনি কোনো কথা বললে কি তা মেনে চলার চেষ্টা করেন স্ত্রী? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনার মতো ভাগ্যবান সত্যিই খুব কম আছে। কারণ এ যুগে স্বামীর কথা মেনে চলার মতো নারীর সংখ্যা খুবই কম।
আপনার মতামত জানতে চান?
স্ত্রী কি সব বিষয়ে আপনার মতামত জানতে চান? খারাপ-ভালো জিজ্ঞাসা করেন? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আর কোনো সমস্যা নেই। এই লক্ষণ দেখলেই পরিষ্কার হয়ে যায় যে আপনাকে অত্যন্ত সম্মান করেন স্ত্রী।
এই যুগেও এমন কিছু নারী আছেন যারা অহংকার কিংবা শো অফ করতে জানেন না। আর এই গুণ যদি আপনার স্ত্রীর মধ্যে থাকে, তাহলে বুঝবেন তিনি শুধু আপনাকে নন, বরং সবাইকে খুব সম্মান করে চলেন।
আপনার চিন্তায় উদ্বিগ্ন থাকে স্ত্রী?
কিছু নারী সারাদিন স্বামীর ভালোমন্দ ভাবতে ভাবতেই দিন কাটিয়ে দেন। তারা স্বামীর চুল থেকে পায়ের নখের পর্যন্ত সব খবর রাখেন। আপনার স্ত্রীও যদি এমন প্রকৃতির হন, তাহলে বুঝতে হবে তিনি আপনাকে অনেক সম্মান করেন।
আপনাকে প্রেম নিবেদন করেন তো?
স্ত্রী কি আপনাকে ভালোবাসায় ভরিয়ে রাখেন? সময় পেলেই করেন প্রেম নিবেদন? তাহলে ধরে নিতে হবে তিনি আপনার প্রেমে পাগল। এমনকি তিনি আপনাকে খুবই সম্মান করেন।
তাই এমন নারীকে সব সময় আগলে রাখুন। তাকেও ভালোবাসা ফিরিয়ে দিন। তাহলেই দেখবেন অনায়াসে হেসে খেলে জীবন কাটিয়ে দিতে পারবেন।