ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্তে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ,বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক,জুয়া ও সীমান্ত অপরাধ রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বগুলা ইউনিয়নের ভাঙাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি উপস্থিত ছিলেন, নেহের নিগার তনু উপজেলা নির্বাহী অফিসার দোয়ারাবাজার, সভাপতিত্ব করেন বিজিবি ২৮ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক আরও উপস্থিত ছিলেন লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোছাইন, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, লক্ষীপুর/বোগলাবাজার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা ও এলাকার যুবক/মুরব্বীবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বক্তব্যে সীমান্তে অবৈধ চোরাচালান, মাদকের কুফল, সমাজের ক্ষতিকর প্রভাব এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে দিকনির্দেশনামূলক বক্তব্যে দেন। একই সীমান্তবর্তী জনসাধারণ যাতে সীমান্ত অপরাধ এবং চোরাচালান থেকে দূরে থাকে সেসব বিষয়ে উৎসাহ দেন।
একইসঙ্গে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের আগের মতোই পুলিশ ও বিজিবিকে সহযোগিতা অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।