ইউকে শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
হেডলাইন

মাধবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বর্নাঢ্য জশনে জুলুস

 

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে মাধবপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বর্নাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা ইউনুছ আনছারি ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান।

সকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ হতে জশনে জুুলুসটি বের হয়ে মাধবপুর বাজার এবং ঢাকা -সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে সমাপ্তি হয়।

এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাসেম,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মাওলানা সারোয়ার হোসেন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছুর রহমান সিরাজী, ক্বারি আরশ্রাফ খন্দকার, উলামা পরিষদ সম্পাদক মাওলানা মোস্তাকিম বিল্লাহ,পৌর যুগ্ম সাধারণ সম্পাদক, মাসুদুর রহমান, সাবেক সহ সভাপতি শফিক মিয়া সহ প্রত্যেক ইউনিয়নের সুন্নী জামাতের আশেকে রাসূলগণ।

পরে মিলাদ মাহফিল,দোয়াও মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়,তারপর তাবারক দেওয়ার মধ্যে দিয়েই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।মোনাজাত পরিচালনা করেন, উপজেলা পরিষদে জামে মসজিদের সাবেক ইমাম আব্দুল মান্নান মৃধা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ