ইউকে সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
হেডলাইন

কড়া নিরাপত্তার চাদরে পাকিস্তান দল

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :দীর্ঘ সাত বছর পর ভারতের মাটিতে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দর। আসন্ন ওয়ানডে বিশ^কাপ খেরতে ভারতের মাটিতে পা রাখার পরই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় পাকিস্তান ক্রিকেট দলকে। সর্বশেষ ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ^কাপ খেলতে ভারতে এসেছিলো পাকিস্তান।

হায়দারাবাদের বিমানবন্দরে পা রাখার পর পাকিস্তান ক্রিকেট দলকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। রাজনৈতিক বৈরিতার কারনে ২০১২ থেকে দ্বিপাক্ষীক সিরিজ খেলছে না দু’দল। আইসিসির ইভেন্টেই কেবলমাত্র খেলতে দেখা যায় চির প্রতিদ্বন্দি দুই দল ভারত-পাকিস্তানকে।

৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ মিশন শুরু করবে পাকিস্তান। ১৪ অক্টোবর আহমেদাবাদ স্টেডিয়ামে চিরপ্রতিন্দ্বন্দি ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। দেশ ছাড়া আগে পাক অধিনায়ক বাবর বলেন, ‘শুধুমাত্র ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছে না পাকিস্তান।’

১০ দলকে নিয়ে ৪৬ দিনে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর থেকে শুরু হওয়া বিশ^কাপে। ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে বিশ^কাপ।

মূল লড়াইয়ে নামার আগে ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে হায়দারাবাদে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে পাকিস্তান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ