ইউকে রবিবার, ৬ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেট মোবাইল পাঠাগারের ৮৩২ তম সাহিত্য আসর

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট মোবাইল পাঠাগারের ৮৩২ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর সম্পন্ন হয়েছে। গত ৯ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭.৩০টার সময় সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য, কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদের সভাপতিত্বে ও মোবাইল পাঠাগারের নির্বাহী  সম্পাদক প্রভাষক আবদুল কাদির জীবনের উপস্থাপনায় সাহিত্য আসরে পঠিত লেখার উপর আলোচনা করেন কবি ছড়াকার কবির আশরাফ।

মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে স্বরচিত লেখা পাঠ ও গান পরিবেশন করেন, গীতিকার নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, কবি কামাল আহমদ, মকসুদ আহমদ লাল প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ