ইউকে শনিবার, ২৭ জুলাই ২০২৪
হেডলাইন

একটা গাছের জন্যই দিনরাত পাহারা খরচ ১২ লক্ষ টাকা!

একটা গাছের জন্যই দিনরাত পাহারা খরচ ১২ লক্ষ টাকা!

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :চারদিকে তারের বেড়াজাল। সেখানে ব’ন্দুক নিয়ে দাঁড়িয়ে চার প্রহরী। কী ভাবছেন কোনও দাগী আসামীর জন্য এই ব্যবস্থা? একেবারেই নয়। বরং কোনও মানুষের জন্যই এ ব্যবস্থা নয়।

শুনতে অবাক লাগলেও, স্রেফ একটা গাছের জন্যই এমন সশস্ত্র প্রহরার ব্যবস্থা করা হয়েছে। তবে সেই গাছের কাঠ যে বহুমূল্য এমনটাও নয়। তাহলে, কী এমন মাহাত্ম্য ওই গাছের? আসুন শুনে নিই।

দাগী আসামীর জন্য সশ’স্ত্র প্রহরার ব্যবস্থা থাকে। আবার নামকরা কোনও ব্যক্তিত্বের জন্যও কড়া নিরাপত্তার আয়োজন করা হয়। অনেক সময় দামী কোনও জিনিস নিয়ে যাওয়ার ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা দেখা হয়।

তবে মধ্যপ্রদেশের এক জেলায় স্রেফ একটা গাছকে পাহারা দেয় চার ব’ন্দুকধারী। এক বছরে ওই গাছের পরিচর্যা করতে প্রায় ১২ লক্ষ টাকা খরচ করে সরকার।

কথা বলছি, মধ্যপ্রদেশের সালামতপুর এলাকার বিখ্যাত বোধিবৃক্ষ সম্পর্কে। এই গাছটির জন্যই ২৪ ঘন্টা পুলিশি প্রহরার ব্যবস্থা রেখেছে মধ্যপ্রদেশ সরকার। শুধু তাই নয়, প্রতি বছর গাছটির পরিচর্যা করতে ১২ লক্ষ টাকা খরচ করে সে রাজ্যের সরকার। কিন্ত কী এমন মাহাত্ম্য আছে ওই গাছের?

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com