ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

সুনামগঞ্জে ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের

সুনামগঞ্জে ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের তাহিরপুরে টিউবওয়েলের পানি নিয়ে হাতাহাতি ছোট ভাই আশরাফুল হাতে বড় ভাই খুরশেদ আলম (৪১) নিহত হয়েছে। রবিবার দুপুরে তাহিরপুর উপজেলা দক্ষিণ বড়দল ইউনিয়ন বড়দল পুরান হাটি গ্রামে নিজ বাড়ি ঘটনাটি ঘটে। নিহত খুরশেদ আলম মৃত কনাই মিয়া। তারা আপন দুই ভাই।

নিহতের সত্যতা নিশ্চিত করেছে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন।

তিনি স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে জানান,দুপুরে নিজ বাড়িতে টিউবওয়েলের পানি নিয়ে হাতাহাতি ছোট ভাই আশরাফুল ও বড় ভাই খুরশেদ আলম(৪১)এর মধ্যে কথা-কাটাকাটি ও কিল-ঘুষি একেঅপরকে মারে। এতে খুরশেদ আলম গুরুত্ব আহত হলে পরিবারের লোকজন তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করায়। এর পর দেড়টার সময় চিকিৎসাধিন অবস্থায় মারা জান।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তাহিরপুর থানার এসআই শাহাদাত হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ