ইউকে শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
হেডলাইন

স্বাধীনতা দিবসে মুক্তাক্ষরের আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্বাধীনতা দিবসে মুক্তাক্ষরের আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আয়োজিত ও দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাবস্থাপনায় স্বাধীনতার যুদ্ধের ইতিহাস থেকে স্বপ্ন বাস্তবায়নের জন্য স্কুলে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় আবৃত্তি প্রতিযোগিতা।

নার্সারি ও প্রথম শ্রেণি ক বিভাগে ১ম তিথি রানী দেব, ২য় মাধু তালুকদার ও মো.নাকিব ৩য় স্থান অর্জন করে। ২য় ও ৩য় শ্রেণি খ বিভাগে ১ম অনুমেঘা রায় তালুকদার ২য় তানুহা আক্তার তানসিন ও ঐশ্বর্য তালুকদার ৩য় স্থান অর্জন করে। ৪র্থ ও ৫ম শ্রেণি গ বিভাগে ১ম আঁচল দেব, ২য় স্নেহা তালুকদার ও তমা রানী দাস ৩য় স্থান অর্জন করে। বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চয় কুমার নাথ। ভোরের সূর্যালোক প্রতিদিন সকল শিশুদের হৃদয়কে জাগিয়ে রাখার আত্মপ্রত্যয় নিয়ে প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন মুক্তাক্ষরের আবৃত্তি প্রশিক্ষক বিমল কর ও প্রধান শিক্ষক সঞ্চয় কুমার নাথ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন স্কুলের সহকারী শিক্ষকা খোদেজা খাতুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com