ইউকে রবিবার, ২ এপ্রিল ২০২৩
হেডলাইন

সিলেটে ট্রাকের চাকা বিস্ফোরণে হেলপার নিহত

bagerhat - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের ফেঞ্চুগঞ্জে নিজ গাড়ির চাকার বিস্ফোরণে এক যুবক হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন।শনিবার (১৮ মার্চ) দুপুরে ফেঞ্চুগঞ্জ কটালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত কাওসার (২০) জৈন্তাপুর থানার ধলাইপাড়া গ্রামের মাহমুদ হোসেনের ছেলে। আহত চালক জৈন্তাপুর থানার ধলাইপাড়া কালা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বালু বোঝাই ফেঞ্চুগঞ্জগামী ট্রাকটির চাকা পাংচার হয়ে যাওয়ায় চালক ও সহকারী চাকা সারানোর চেষ্টা করেন। তখন দুইটা চাকার একটি আচমকা ফেটে উড়ে যায়। চাকার আঘাতে চালক ও সহকারী ছিটকে গিয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হেল্পারের মৃত্যু হয়।

সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম বলেন, এ ঘটনায় চালকের সহকারী কাওসারকে হাসপাতালে নেওয়া পথে মারা যান এবং চালক দুলাল মিয়া গুরুতর আহত হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com