
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মাদানিয়া ক্বোরআন শিক্ষাবোর্ড বাংলাদেশ’র দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শনিবার (১৮ মার্চ) নগরীর শিবগঞ্জ সাদীপুরস্থ বোর্ডের যোগাযোগ দফতরে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতি এবং প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বোর্ডের নির্বাহী সভাপতি শাইখুল কুররা মাওলানা ফয়যুল হাসান খাদিমানী।
শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন বোর্ডের সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা আব্দুল হামিদ, ক্বারী মাওলানা মাহফুজ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক ক্বারী মাওলানা নূর আহমদ কাসেমী ও সহকারি পরিক্ষা নিয়ন্ত্রক ক্বারী মাওলানা আব্দুশ শহিদ, দাওয়াত বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী হাবীব আহমদ শিহাব প্রমুখ।
আসন্ন মাহে রমজানুল মুবারকে মাসব্যাপী বোর্ডের অধীনে সিলেটসহ সারাদেশের ৪০০ টি কেন্দ্রে কুরআন প্রশিক্ষণ চলবে।