ইউকে বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
হেডলাইন

জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা

জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের জামালগঞ্জে বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বিদ্যালয়ের সভাপতি এম নবী হোসেনের সভাপতিত্বে বিদ্যালয়ের মাঠে জাতীয় সঙ্গীত ও মার্চপেরেটের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। বিদ্যালয়ের সহকারী শিক্ষক চিত্তরঞ্জন দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষন চক্রবর্তী। প্রধান অতিথি বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের লেখা-পড়ার পাশাপাশী ক্রীড়া, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে আগামী দিনে যোগ্য নাগরিক হয়ে উঠতে হবে। বরাবরের মত এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতাতেও ছাত্রীদের মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশনা উপস্থিত সবার মন কেড়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, শ্রীকান্ত তালুকদার, জামালগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকার, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মো: জসিম উদ্দিন,
খন্দকার মুজিবুর রহমান, আব্দুন নূর আখঞ্জি ও হেনা আক্তার।
শপথবাক্য পাঠ ও ক্রীড়া পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক হোসনে আরা বেগম। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্ধ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com