
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত পাঠাগার সম্পাদক, সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, সাংবাদিক আবু বকরের পিতা ও দৈনিক সিলেটের বাণীর ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি জাহিদুর রহমান রিপনের মাতার রুহের মাগফেরাত কামনায় কাকলী শপিং সেন্টার ব্যাবসায়ী সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ শে জানুয়ারী) বাদ আছর কাকলী শপিং সেন্টার ব্যাবসায়ী সমিতির উদ্যোগে মার্কেটের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাকলী মার্কেটের মসজিদে দোয়া মাহফিলে বিশ্বের সকল মা বাবার জন্য মোনাজাত কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন কাকলী শপিং সেন্টার এর মসজিদের ইমাম ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাকলী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকারিয়া ইমরুল, সহ-সভাপতি মুমেদ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন খান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, কোষাধ্যক্ষ সারোয়ার আহমদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক মনির আহমদ ও সিলেট মোবাইল জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি আবু বকর, সহ-সভাপতি, সহ-সভাপতি বাবর জোয়ারদার, সহ-সভাপতি ইউসুফ আহমদ, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রিপন, সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল, প্রচার সম্পাদক সবুজ আহমদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকির, নির্বাহী সদস্য মকসুদ আহমদ চৌধুরী, সদস্য সাহেদ তালুকদার, রুহুল আমীন, সেবুল হুসেন হৃদং দাস সহ অন্যান্য সদস্য।
উল্লেখ্য গত ১৩ জানুয়ারী শুক্রবার সিলেট মোবাইল জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি আবু বকর এর পিতা ও ১৪ জানুয়ারী শনিবার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রিপনের মাতা মৃত্যুবরণ করেন।