ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

মাধবপুরে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

37de2422935fa3319374ff2678d19d63 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। রবিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সাদত আলীর ছেলে শরীফ মিয়ার সঙ্গে তার আপন ভাই শহীদ মিয়া ও রফিক মিয়ার বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে তাদের মধ্যে আজ সকালে সৃষ্ট ঝগড়ার একপর্যায়ে শরীফ মিয়া গুরুতর আহত হন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শরীফ মিয়াকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ