ইউকে মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
হেডলাইন

সিমোপা’র ৮০৫ তম সাহিত্য আসর অনুষ্ঠিত

সিমোপা’র ৮০৫ তম সাহিত্য আসর অনুষ্ঠিত

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা) এর ৮০৫ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর গত ৭ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকার সময় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ঔপন্যাসিক সিরাজুল হকের সভাপতিত্বে ও মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মোবাইল পাঠাগারের কোষাধ্যক্ষ ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের।

মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ ও বক্তব্য রাখেন কবি মকসুদ আহমদ লাল, ছড়াকার মাজহারুল ইসলাম মেনন, কবি গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, গীতিকার বাহা উদ্দিন বাহার, কবি জুবের আহমদ সার্জন, খালেদ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আলকোরান থেকে তেলাওয়াত করেন ছড়াকার ফতহুল করিম হাসান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com