ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষে আহত ১৭

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষে আহত ১৭

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের স্যালিসবুরিতে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি, তবে অন্তত ১৭ জন আহত হয়েছে।

স্থানীয় সময় রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে লন্ডন রোডের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে ট্রেন ও গ্রেট ওয়েস্টার্ন সার্ভিসের ট্রেনের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে।

যুক্তরাজ্যের জাতীয় নেটওয়ার্ক রেল কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন, একটি ট্রেন টানেল পার হওয়ার সময় কিছু একটার সঙ্গে ধাক্কা লাগে এবং লাইনচ্যুত হয়। এসময় সিগন্যালজনিত ত্রুটির কারণে দ্বিতীয় ট্রেনটির সঙ্গে ওই ট্রেনের সংঘর্ষ হয়।

এক টুইটে স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ