ইউকে রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
হেডলাইন

আমি কী ঘরে ফিরে যাবো?

◽️শামীমা কালাম◽️

একদিন মৃত্যুকে বন্ধু ভেবে দেশ ছেড়েছিলাম অনেক সাহসে,
নারী মানেই স্বামীর সংসারেই সুখ,এই ভেবে গর্ভধারণীকে ছেড়েছি অনেকটা অনিচছায়,
আজন্ম প্রতিচ্ছবিহীন পিতার কনিষ্ট মেয়ে আমি,
মুরব্বিগনের আবদার অনুযোগ সমাজ ভেবেছি,
সন্তানই দাম্পত্য জীবনের প্রশান্তি ভেবে
ফুটফুটে একটা কাব্যের পঙক্তি বুনি

দেশ প্রেমিকের সংসারে অন্তরঙ্গ বেমানান- ভেবে
অনেকটা অভিমানে দেশ ছেড়ে বৈদেশিনী হই,
বুকে পঙক্তি ,দেশে যেশুদ্ধ কাব্য,অগণিত চোখভেজা নারী জীবন রেখে লড়েছি নিয়তি ভাঙার মিছিলে

আগুন কণ্ঠে জীবনের গান গেয়ে এগিয়ে চলেছি
পৃথিবীর বহু পথে,বহু জাতে,বহু গোত্রে
বিশ্বটাকে চোখের তারায় বাঁধবো বলে হাঁটছি সেই জনমের গাঁ থেকে মনট্রিয়ালে,
রত্না নদীর জলে টেংরা পুঁটির খেলা দেখেছি
সুরমা ,টেমস,হারডসন,সেইনট লরেনট নদীর পারে দাঁড়িয়েছি নীরবে কতদিন
পৃথিবীর সব চেয়ে উঁচু মাউন্ট এভারেস্টের দিকে তাকিয়ে বলেছিলাম নারী মানেই গৃহ নয়,
পৃথিবী হবে আমার গৃহ, সকল হবে আমার
আমাকে বিলিয়ে দেব জগত সংসার।

অম্যাবশ্যার রাতে জোঁনাকির আলোতে আশাহত হই
হেসে হেসে দিবসে আলোতে চিকমিকে জ্বলি
আপোষহীন ঠোঁটে ছিপি খুলে জীবনের কথা বলি

একদিন মৃত্যুকে তুচ্ছ করে বেরিয়েছি অশত্থতলার বাঁশির সুরে
একদিন আধুনিক জীবন সিঁড়ি ভেঙে হাত মেলেছি প্রজাপতি হবো
একদিন মুষ্টিহাতে আত্মবিশ্বাসে বলেছিলাম আমি পারবো! আমি পারবো! আমি পেরে উঠছিলাম ধীরে ধীরে..
গতানুগতিক জীবন থেকে পালিয়ে একা বাঁচতে শিখেছিলাম ,

তুচ্ছ করেছি জগত সংসার
তুচ্ছ করেছি সোহাগী বিছানা
তুচ্ছ করেছি চাবির গোছা বাধা শাড়ির আচঁল
বাড়ির উঠোনভরা ফুল ফলের গাছ
সব ত্যাগী হয়েছিলাম অগ্রসর পথিক..
আবেগের মেলা ছেড়ে শক্ত করেছিলাম মন,

প্রথমা বিশ্বের দূর্নীতিহীন জীবনে স্বস্তির শ্বাস ফেলে অভিমানে বলে ছিলাম ভালোই আছি তো!
ফরমালিন মুক্ত খাবার,পাতাল রেলে চড়ি
সমতার আইন,সমতার যাপন
নারী জীবন কত না নিরাপদ ভেবে ছিলাম,

পৃথিবীর সকল প্রথা ভেঙে
পৃথিবীর সকল অহমিকা ছাড়িয়ে
করোনা এলো গরিব ধনী ,রাজা -প্রজা বর্ণ গোত্র জাত দেশ সকলের হয়ে,
একদিন ভাবতাম আধুনিক জীবন শুধু এগিয়ে চলে,
একদিন ভাবতাম মানুষ বিজয়ীরা আবেগের উর্ধে
একদিন ভাবতাম ঘর ছেড়ে দেশ ছেড়ে ভালোই করেছিলাম…

একদিন ভাবতাম আমি সকলের চেয়ে কত ব্যতিক্রম,
এখন দেখি সকল যার যার ঘরে ফিরে,
ফিরতেই হয়,ফিরতেই হবে,
মানুষের জীবন যেখান থেকে শুরু সেখানেই শেষ
ফিরে ফিরে আসে সময়ের সহজ কঠিন হিসাব
শুধু মানুষ হারিয়ে গেলে ঘরে ফিরে না,
আমি কি ঘরে ফিরে যাবো?
আমি কি মাকে জড়িয়ে ধরে চোখভরে কাঁদতে পারবো?
আমি কী অন্য গৃহিনীদের মতো স্বামীর সঙে গাল ফুলিয়ে ঝগড়া করতে করতে বলতে পারবো “তোমাকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ঠ হলো”
———————————
করোনাকাল,
গৃহবন্দীর ২৭ দিন
৯ এপ্রিল ২০২০
মনট্রিয়াল, কানাডা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com