ইউকে রবিবার, ৬ জুলাই ২০২৫
হেডলাইন

আমাদের পোশাকশিল্প

◽️শরিফুস সালেকীন শাহান◽️
আমার বয়স যখন চার, তখন আমার বাবা আমাদের নিয়ে লেবানন ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে যান। আমাদের ছিল কাপড়ের ব্যবসা।
ছোটবেলায় বাবার সাথে বিভিন্ন জায়গায় যেতাম, ব্যবসা রপ্ত করতে।
গার্মেন্টস কিনতে বিদেশ যেতাম, এশিয়ার এক দেশে।
আজকে তোমরা যেমন স্যাম্পল বানিয়ে শো রুম সাজিয়ে বায়ারদের জন্য অপেক্ষা করো— তারাও তেমনি করতো।
ক্যান ইউ গেস হুইচ কান্ট্রি ওয়াজ ইট?
– হংকং
– নো মাই ফ্রেন্ড,  জাপান।
বস্ত্র মানুষের মৌলিক চাহিদা। জাপান তার অগ্রযাত্রা শুরু করেছিল গার্মেন্টস দিয়ে। সে বাইরে থেকে কাপড় এনে সেলাই করতো,  তারপর ক্রমে নিজেরাই কাপড় বানাতো।
তারপর এক সময়ে সস্তা শ্রমের কারণে শিল্পটা জাপান থেকে সরে গেল। আমরা তাইওয়ান, হংকং, কোরিয়া যেতাম।
তারপর বাংলাদেশ।
শুরুতে তোমাদের কিছুই ছিল না, শুধু সেলাই। এখন তুলা থেকে সুতা,  সুতা থেকে কাপড়, কাপড় থেকে পোষাক সব হচ্ছে।
আরও হওয়া উচিত ছিল।
এসব বলতেন এক অস্ট্রেলিয়ান বায়ার।  সে আজ বিরাট ধনী, এদেশে তাদের বড় ব্যবসা।
এই শিল্পের সাথে জড়িত আছি ৩০ বছর।  একাউন্ট্যান্টের আলসেমির কারণে শ্রমিকদের বেতন ২ দিন দেরি— মালিক নিজে কারখানায় যেয়ে শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন এটা দেখেছি।  এটাও দেখেছি শ্রমিকদের বেতন না দিয়েই মালিক দুবাই চলে গেছে ঈদের ছুটিতে।
চার বন্ধুর গার্মেন্টস কারখানা, নাইট করতে বাধ্য হয়েছে বায়ারের শেষ মুহুর্তের সিদ্ধান্তের কারণে— চার বন্ধুই সারারাত শ্রমিকদের সাথে বসে বসে প্যাক করছেন এও সাধারণ দৃশ্য।
এখন সময় এসেছে মানবিক মালিকদের হাতে বিজিএমইএ এর নেতৃত্ব দেয়া,  শিল্পকে শিল্প হিসেবেই চালানো— লুটপাটের অনুষঙ্গ হিসেবে নয়।
ঢাকা/৫ এপ্রিল ২০২০
[শরিফুস সালেকীন শাহান
ব্যাবসায়ী, সমাজকর্মী]
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

‘মুক্তমত’ বিভাগে প্রকাশিত মতামত ও লেখার দায় লেখকের একান্তই নিজস্ব। ‘ইউকে বাংলা অনলাইন ডট কম’ সকল মতাদর্শের প্রতি শ্রদ্ধাশীল। তবে ‘মুক্তমত’ বিভাগে প্রকাশিত লেখার দায় ‘ইউকে বাংলা অনলাইন ডট কম’ এর নয়। - সম্পাদক

সর্বশেষ সংবাদ