ইউকে রবিবার, ৬ জুলাই ২০২৫
হেডলাইন

এসময় পুলিশের প্রতিও সদয় হোন

◽️রাজুব ভৌমিক, নিউইয়র্ক থেকে◽️

নিউইর্য়ক সহ সারা বিশ্বে এখন মৃত্যুর মিছিল চলছে। সে মৃত্যুর মিছিল থামাতে প্রতিক্ষণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ডাক্তার, নার্স, পুলিশসহ আরো অনেকে। একবার ভেবে দেখুন তাঁরা কেমন আছে।

অন্যরা যেখানে মৃত্যুর ভয়ে ঘরে বন্দী হয়ে আছে। সেখানে তাঁরা আপনাদের জন্য এবং তাঁদের পরিবারের জন্য মৃত্যুর সাথে প্রতিনিয়তযুদ্ধ করে যাচ্ছে।

আমি গড়ে প্রায় ১২ ঘণ্টা রাতে বাহিরে ডিউটি করি। যেহেতু সব দোকানপাট বন্ধ তাই অনেক রাতে আমার মত অনেক অফিসারদেরকিছু না খেয়ে থাকতে হয়।

কর্তব্যে পুলিশ কর্মকর্তা হলেও আমাদেরও আপনার মত একটি পেট আছে। সবার মত আমাদেরও ক্ষুধা লাগে। কিন্তু ১২ ঘণ্টা না খেয়েথাকলে তেমন কিছু হয় না। দিনশেষে আমরা ইচ্ছে করলে পরিবারের কাছে ফিরে যেতে পারি।

কিন্তু একবার বাংলাদেশের পুলিশ সদস্যদের কথা ভাবুন। তাঁরা ২৪ ঘণ্টা আপনাদের সেবা করতে ডিউটি করে যাচ্ছে। তাঁরা না পারছেএই দু:সময়ে তাঁদের পরিবারকে সময় দিতে, না পারছে ঠিক মত ঘুমাতে এবং না পারছে দুই বেলা ঠিকমত খেতে।

ফেইসবুকে দেখি সবাই আনন্দ করে নানা ধরনের খাবার তৈরি করছে এবং খাচ্ছে। আমি জানি সবার সামর্থ্য নেই। কিন্তু যাদের সামর্থ্যআছে তারা কি পারেন না কিছু খাবার তৈরি করে থানায় নিয়ে যেতে?

কিছু খাবার তৈরি করে হাসপাতালে নিয়ে যেতে? অদৃশ্য করোনার সাথে এই যুদ্ধে তাদের সাথী হতে? সব যুদ্ধে শুধু রক্ত ঝরে না। কিছু কিছুযুদ্ধে রক্তের চেয়ে অশ্রু বেশি ঝরে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

‘মুক্তমত’ বিভাগে প্রকাশিত মতামত ও লেখার দায় লেখকের একান্তই নিজস্ব। ‘ইউকে বাংলা অনলাইন ডট কম’ সকল মতাদর্শের প্রতি শ্রদ্ধাশীল। তবে ‘মুক্তমত’ বিভাগে প্রকাশিত লেখার দায় ‘ইউকে বাংলা অনলাইন ডট কম’ এর নয়। - সম্পাদক

সর্বশেষ সংবাদ