ইউকে শনিবার, ৩০ আগস্ট ২০২৫
হেডলাইন

গাজার ফিলিস্তিনিদের দক্ষিণ সুদানে স্থানান্তর নিয়ে ইসরায়েলের আলোচনা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :যুদ্ধবিধ্বস্ত গাজার ফিলিস্তিনিদের দক্ষিণ সুদানে স্থানান্তরের লক্ষ্যে একটি চুক্তি করার উদ্দেশ্যে ইসরায়েল অস্থিরতায় জর্জরিত আফ্রিকান দেশটির সঙ্গে আলোচনা চালাচ্ছে, এমন তথ্য জানিয়েছে তিনটি সূত্র। তবে ফিলিস্তিনি নেতারা এ পরিকল্পনাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক সূত্র তিনটি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এ পর্যন্ত কোনো চুক্তি হয়নি, তবে দক্ষিণ সুদান ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে’। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে প্রায় দুই বছর ধরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডের বাসিন্দাদের নতুন দেশে স্থানান্তর করতে হবে, যা রাজনৈতিক ও জাতিগত সহিংসতায় আক্রান্ত একটি দেশ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক নিয়ন্ত্রণ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি চলতি মাসে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় গাজা ছাড়ার পরামর্শও দিয়েছেন। তবে এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, ‘অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনার বিষয়ে আমরা মন্তব্য করি না’। এছাড়া আরব দেশসহ বিশ্বের অনেক দেশের নেতারাও গাজার বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরের ধারণাকে প্রত্যাখ্যান করে আসছেন। ফিলিস্তিনিরা এটিকে নতুন ‘নাকবা’ হিসেবে দেখছেন, যেমনটি ১৯৪৮ সালে ঘটেছিল।

গত মাসে দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রী মান্ডে সেমায়া কুম্বার ইসরায়েল সফরের সময় পুনর্বাসনের বিষয়টি উত্থাপিত হয়। যদিও দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এ ধরনের কোনো পরিকল্পনা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী কমিটির সদস্য ওয়াসেল আবু ইউসুফ বলেন, ‘আমাদের জনগণকে দক্ষিণ সুদান বা অন্য কোথাও সরিয়ে নেওয়ার যেকোনো পরিকল্পনা ফিলিস্তিনি নেতৃত্ব ও জনগণ প্রত্যাখ্যান করছে’। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় থেকেও একই বার্তা পাওয়া গেছে। হামাস থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল জানিয়েছেন, দক্ষিণ সুদান সফরে আলোচনায় পুনর্বাসন বিষয়টি ছিল না। তবে নেতানিয়াহু বলেছেন, গাজা ছেড়ে যেতে আগ্রহী ফিলিস্তিনিদের জন্য নতুন গন্তব্য নিয়ে কিছু দেশের সঙ্গে ইসরায়েলের কথা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ