ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোতি গ্রামে মেঘভাঙা বৃষ্টির পর সৃষ্ট হড়কা বানে অন্তত ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
চাশোতি থেকেই শুরু হয় বার্ষিক মচাইল মাতা যাত্রা। দুর্ঘটনার পর এ যাত্রা স্থগিত করা হয়েছে। বন্যায় বহু তীর্থযাত্রী আটকা পড়েন, উদ্ধারকারীরা ইতোমধ্যে অনেককে উদ্ধার করেছেন।
কিশতওয়ারের ডেপুটি কমিশনার পঙ্কজ শর্মা জানান, পুলিশ, সেনাবাহিনী, এনডিআরএফ ও এসডিআরএফ মিলে উদ্ধার অভিযান চালাচ্ছে। এনডিআরএফের ১৮০ জন কর্মী অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের হেলিকপ্টারে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, মেঘভাঙা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন।