
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :কক্সবাজারের মহেশখালী থানার ওসি মনজুরুল হককে প্রকাশ্যে হুমকি দিয়েছেন মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেন। বুধবার (১৩ আগস্ট) দুপুরে পৌরসভার দীঘির পাড়ে আয়োজিত এক স্মরণসভায় তিনি বলেন, ‘ওসি সাহেব, আপনার দোকান বন্ধ করেন। ন্যাংটা করে মহেশখালী থেকে পাঠিয়ে দেওয়া হবে।’
এ সময় আকতার হোসেন দাবি করেন, ‘থানার ওসির চেম্বার এখন এক ধরনের দোকানে পরিণত হয়েছে, যেখানে টাকা দিলে মামলা নেওয়া হয়। যে টাকা বেশি দেবে মামলা তারটাই নেবে। আগামীকাল থেকে যদি আপনার বিরুদ্ধে একটা অভিযোগও আসে, মহেশখালী থেকে বের করে দেব।’
তিনি আরও অভিযোগ করেন, ওসি মনজুরুল হক স্থানীয় আওয়ামী লীগ(নিষিদ্ধ ঘোষিত) এর ঘনিষ্ঠ মহল ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে মিলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বক্তব্যে তিনি বলেন, ‘ওসি সাহেব, ফাইজলামি অনেক শুনেছি, অভিযোগ অনেক পেয়েছি। মহেশখালী থেকে বের করবো। এটা ওয়াদা আমার। টাকার বিনিময়ে আওয়ামী দোসরদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছেন—সব খবর আমার কানে আসে। আমি বেঁচে থাকতে এই মহেশখালীর মাটিতে আওয়ামী দোসরদের সঙ্গে তাল মিলিয়ে চলা যাবে না। আল্লাহর কসম করে বলছি, ন্যাংটা করে মহেশখালী ছাড়তে বাধ্য করবো।’
গত ২০ মে মহেশখালী থানায় যোগ দেন ওসি মনজুরুল হক। অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব সত্য নয়। তারপরও তারা কী কারণে বলছেন, তারা ভালো বলতে পারবেন।’
বক্তব্যের বিষয়ে জানতে মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বন্ধ পাওয়া যায়।
এদিকে, মহেশখালী থানার ওসিকে হুমকি এবং সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে আকতার হোসেনের সব পদ স্থগিত করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে স্থগিত করা হয়েছে।