ইউকে শনিবার, ৩০ আগস্ট ২০২৫
হেডলাইন

সোলায়মান সেলিম ৩ দিনের রিমান্ডে

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :রাজধানীর লালবাগ থানার খালেদ সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) সোলায়মান সেলিমকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ আগস্ট) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াক এ আদেশ দেন।
থানা হেফাজতে জনি হত্যা: দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল

এদিন সোলায়মান সেলিমকে আদালতে হাজিরের পর ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ কোতোয়ালি জোনাল টিমের পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন।

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, গণমাধ্যমে প্রচারিত এক ভিডিও সংবাদে ঘটনাস্থলে আসামির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। যদিও আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, এই মামলায় আসামিকে এর আগেও রিমান্ডে জিজ্ঞাসাবাদে কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ