ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলভিত্তিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখা। শুক্রবার (৮ আগস্ট) ঘোষিত এই ৫৯৩ সদস্যের কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একাধিক প্রাক্তন নেতাকর্মীর নাম রয়েছে বলে অভিযোগ ওঠে।
কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে চাপের মুখে ছাত্রদল তদন্তের জন্য একটি কমিটি গঠন করে।
শুক্রবার রাতে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদল জানায়, শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ঢাবি শাখার ছয়জনকে বহিষ্কার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংগঠনের নীতি ও শৃঙ্খলা ভঙ্গের কারণে এবং ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’