ইউকে শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
হেডলাইন

বিচার, সংস্কার ও নির্বাচনের ভারসাম্যই গণতন্ত্রের মূল: জোনায়েদ সাকি

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিচার, সংস্কার ও নির্বাচন—এই তিনটি বিষয়কেই সমান গুরুত্ব দিতে হবে। এর যেকোনো একটি অবহেলিত হলে গণতন্ত্র সঠিক পথে চলতে পারবে না।

শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন।

সাকি বলেন, অনেকেই গণতন্ত্র বলতে শুধুমাত্র নির্বাচনকেই বোঝেন এবং বিচার-সংস্কারকে উপেক্ষা করেন, যা মারাত্মক ভুল। আবার কেউ কেউ সংস্কারকে নির্বাচনবিরোধী হিসেবে তুলে ধরেন, সেটাও বিপজ্জনক। তাঁর মতে, ভারসাম্য বজায় রেখে এগোতেই হবে।

তিনি আরও বলেন, জাতীয় সনদ নিয়ে মতপার্থক্য থাকতে পারে, তবে শান্তিপূর্ণ সংস্কার সম্পন্ন করতে হলে একটি গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য।

আলোচনা সভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ‘জুলাই সনদ’ নিয়ে দ্বিমত প্রকাশ করে বলেন, “সনদে কিছু মনগড়া বক্তব্য যুক্ত করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ অনেক বিষয় বাদ দেওয়া হয়েছে।”

তিনি বলেন, সবার সম্মিলিত সংহতি ও অংশগ্রহণেই গড়ে উঠতে পারে একটি উন্নত, শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ।

নুর আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্তর্বর্তী সরকার দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে এবং সেই নির্বাচন হবে দেশের গণতন্ত্রের ইতিহাসে একটি মডেল, যেখানে জনগণের মতপ্রকাশের অধিকার নিশ্চিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ