
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বাংলাদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৪১০ জনে। তবে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৮৩ জন ডেঙ্গু রোগী।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ৪০ জন, চট্টগ্রামে ৫০ জন, ঢাকা দক্ষিণে ৪২ জন, ঢাকা উত্তরে ২১ জন, ঢাকা মহানগরের বাইরে ২৭ জন, খুলনায় ৭ জন ও ময়মনসিংহে ৩ জন রয়েছেন।
চলতি বছরে (২০২৫) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুলাই মাসে—৪১ জন। জুনে মারা গেছেন ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন এবং মার্চে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। এটি ছিল দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ সংক্রমণ এবং দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।