ইউকে বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
হেডলাইন

গাজা সিটি দখলের পরিকল্পনায় ইসরায়েলের মন্ত্রিসভার অনুমোদন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :গাজা সিটি দখলের জন্য ইসরায়েলি সেনাবাহিনীর পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা কমিটি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, সেনাবাহিনী এখন গাজার নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। খবর বিবিসির।

গাজা সিটিতে বর্তমানে লাখো ফিলিস্তিনি বসবাস করেন। এই পরিকল্পনার অংশ হিসেবে যুদ্ধ শেষ করতে পাঁচ দফা নীতিও গ্রহণ করেছে মন্ত্রিসভা। এর মধ্যে রয়েছে হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের পরিবর্তে একটি বিকল্প বেসামরিক সরকার গঠন, গাজার নিরস্ত্রীকরণ, জিম্মিদের ফেরত আনা এবং ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।

তবে নেতানিয়াহুর এই পদক্ষেপ নিয়ে ইসরায়েলের ভেতরেই তীব্র সমালোচনা চলছে। বিশেষ করে হামাসের হাতে থাকা জিম্মিদের পরিবারগুলো বলছে, এ ধরনের সামরিক অভিযান জিম্মিদের জীবনের জন্য হুমকি হয়ে উঠবে।

এর আগে ইসরায়েলি সামরিক নেতৃত্ব ও বিরোধী দলের পক্ষ থেকেও সতর্কতা জানানো হয়, আন্তর্জাতিক চাপের মধ্যে গাজা সিটি দখলের পদক্ষেপ ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করতে পারে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে সংস্থার সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা বলেছেন, নেতানিয়াহুর পরিকল্পনা বাস্তবায়িত হলে তা লাখ লাখ ফিলিস্তিনির জন্য বিপর্যয় ডেকে আনবে এবং বেঁচে থাকা জিম্মিদের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করবে।

ইসরায়েল এরই মধ্যে গাজার বেশিরভাগ এলাকা সামরিক নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। জাতিসংঘের মতে, গাজার ৮৭ শতাংশ এলাকা বর্তমানে হয় সামরিক নিয়ন্ত্রণে, নয়তো উচ্ছেদের নোটিশের আওতায় রয়েছে।

এদিকে, গাজায় চলমান যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ