
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :প্রথম জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে মূকাভিনয়ের বিশেষ অনুষ্ঠান ‘রক্তে আগুন লেগেছে’। মাইম আর্ট আয়োজিত এ পারফরম্যান্সটি মঞ্চায়িত হবে ৫ আগস্ট সন্ধ্যা ৬টায়, জাতীয় নাট্যশালার ৭তলার স্টুডিও থিয়েটার হলে।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিএনপির সাবেক তথ্য-গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। অনুষ্ঠানে থাকছে কবিতা আবৃত্তি, মুক্ত আলোচনা এবং নিথর মাহবুবের একক মূকাভিনয় ‘রক্তে আগুন লেগেছে’।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত এই পরিবেশনাটি মঞ্চে আসছে তৃতীয়বারের মতো। মূকাভিনয়ের পাশাপাশি এর রচনা ও নির্দেশনাও দিয়েছেন নিথর মাহবুব। পারফরম্যান্সটি উৎসর্গ করা হয়েছে ২০২৪-এর আন্দোলনের সেই সাহসী তরুণদের, যারা অন্যায়ের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল।
নিথর মাহবুব বলেন, “‘রক্তে আগুন লেগেছে’ কেবল একটি মূকাভিনয় নয়, বরং সময়ের বাস্তবতা, প্রতিবাদ ও জাতিগত চেতনার এক নির্ভীক মৌন উচ্চারণ। এটি অন্যায়ের বিরুদ্ধে মৌন চিৎকার, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা মানুষের মননচিত্র।”
আয়োজনটির আলোক পরিকল্পনায় আছেন মোখলেস, সহকারী নির্দেশনায় ফয়সাল মাহমুদ, মিউজিক প্রয়োগে শুভাশীষ দত্ত তন্ময় এবং মঞ্চে সার্বিক সহযোগিতায় থাকবেন লেমন।