
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ভালোবাসার টানে ভৌগোলিক সীমানা পেরিয়ে মালয়েশিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে এসেছেন স্মৃতিনূর আতিকা বিনতে আব্দুল ওহাব (৩০)। তিনি বিয়ে করেছেন জীবননগর উপজেলার উথলী গ্রামের জিনারুল মল্লিকের ছেলে মালয়েশিয়া প্রবাসী রিংকু রহমানকে (৩২)।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় স্মৃতিনূর আতিকা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রিংকু রহমান ও তার পরিবারের সদস্যরা। রিংকু জানান, চলতি বছরের ৩ জানুয়ারি মালয়েশিয়ায় দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়।
রিংকু রহমান ২০১৮ সালে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে মালয়েশিয়ায় যান। কয়েক মাস পর স্মৃতিনূর আতিকার সঙ্গে তার পরিচয় হয় এবং ধীরে ধীরে সম্পর্ক প্রেমে রূপ নেয়। পরে পরিবারগুলোর সম্মতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বর্তমানে রিংকু ছুটিতে দেশে আছেন এবং স্মৃতিনূর আতিকাও ছয় মাসের ছুটিতে বাংলাদেশে এসেছেন। এর মধ্যে তিন মাস ইতোমধ্যেই কেটে গেছে। রিংকু জানান, ছুটি শেষে স্ত্রীকে নিয়ে তিনি আবার মালয়েশিয়া ফিরে যাবেন।
রিংকুর পিতা জিনারুল মল্লিক বলেন, ‘ছেলের পছন্দকে সম্মান জানিয়ে আমরা বিয়েতে সম্মতি দিয়েছি। আমাদের বউমা বিদেশি হলেও সবার সঙ্গে মিলে-মিশে চলছে এবং ঘরের খুঁটিনাটি কাজগুলো নিজেই করছে।’
মালয়েশিয়ান তরুণীর আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। রোববার সকাল থেকে প্রতিবেশীরা রিংকু রহমানের বাড়িতে ভিড় জমাচ্ছেন তাকে একনজর দেখার জন্য।