ইউকে শুক্রবার, ১ আগস্ট ২০২৫
হেডলাইন

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ প্রত্যাহার করে নিলেন বন্ধু

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ সম্প্রতি ব্যক্তিজীবনের এক বিতর্কে জড়িয়ে পড়েন, যেখানে তার বিরুদ্ধে এক বন্ধুকে মারধরের অভিযোগ ওঠে। অভিযোগ তোলেন তার ছোটবেলার বন্ধু সিফাতুর রহমান সৌরভ। এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা। তবে বুধবার (৩০ জুলাই) সেই ঘটনার অবসান ঘটে, পারিবারিক সমঝোতার ভিত্তিতে সৌরভ তার অভিযোগ তুলে নেন।

গণমাধ্যমে মুখ খুলে সৌরভ জানান, ‘দুই পরিবার মিলে মুচলেকার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়েছে। বন্ধুদের মধ্যে কথার কাটাকাটি থেকেই বিষয়টি শুরু হয়েছিল। আগে আমি সরি বলিনি, অভিযোগও তুলি নাই। আজ পারিবারিকভাবে বসে সমাধান করা হয়েছে।’

সৌরভ আরও জানান, তাসকিনের বাবা সম্পর্কে তার নানা হন এবং দুই পরিবারের সম্পর্কের ভিত্তিতেই সমঝোতা হয়েছে।

‘যদি শুরুতেই বসা যেত, তাহলে তখনই সমাধান হতো। তখন পরিস্থিতি ছিল না,’ — বলেন তিনি।

তাসকিনকে প্লেয়ার হিসেবে শুভকামনা জানালেও, বন্ধুত্ব নিয়ে কিছুটা দুঃখের সুরও ছিল সৌরভের কণ্ঠে। ‘তাসকিন আমার ছোটবেলার বন্ধু। সামনে তার অনেক কিছু দেওয়ার আছে বাংলাদেশ দলের জন্য। কিন্তু আমি এখন ট্রমাটাইজড। বন্ধু হিসেবে সময় লাগবে আমার।’

সৌরভের খালা ঝুমা খান জানান, ‘৪৮ ঘণ্টার সময় চাওয়া হয়েছিল, আজকে পারিবারিকভাবে বসে মুচলেকায় অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। আমাদের উদ্দেশ্য ছিল, ভবিষ্যতে যেন এমন কিছু আর না ঘটে। সেটাই অঙ্গীকার করা হয়েছে।’

ঘটনার শুরু থেকেই তাসকিন বিষয়টি অস্বীকার করে আসছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছিলেন, ‘এটা ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছিল, সে আমার নাম বলেছে। আমার সঙ্গে ওর কোনো ঝগড়াই হয়নি। সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। এটি আমার, আমার পরিবারের এবং বন্ধুর সম্মানের জন্য বিব্রতকর।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ