
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :রাতের শহরে ঝলমলে আলো, আর তারই মাঝে এক টেবিলে মুখোমুখি বসে মার্কিন পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। চোখে চোখ রাখা মুহূর্ত, দুষ্ট-মিষ্টি হাসি, আর নৈশভোজের একান্ত সময় কাটানোর ছবি যেন এরই মধ্যে আগুন ছড়িয়েছে নেটদুনিয়ায়। কেউ বলছেন এটা নিছক বন্ধুত্ব, আবার কারও মতে, তাদের মধ্যে শুরু হতে চলেছে এক নতুন সম্পর্কের। এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে বিশ্বব্যাপী, আর তাতেই যেন জমে উঠেছে তারকাদের এই রহস্যময় রোমাঞ্চ।
মার্কিন এক গণমাধ্যমের ভিডিওতে দেখা যায়, মন্ট্রিয়লের বিলাসবহুল রেস্টুরেন্ট ‘লে ভায়োলিনে’ একসঙ্গে রাতের খাবার খাচ্ছেন কেটি ও ট্রুডো। এ সময় কেটি পেরি ট্রুডোর সঙ্গে কথোপকথনে সম্পূর্ণভাবে মগ্ন ছিলেন এবং টেবিলের ওপর ঝুঁকে কথা বলছিলেন। এ বিষয়ে গণমাধ্যমটিতে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কড়া নিরাপত্তার মধ্যে এই জুটি ককটেল, লবস্টারসহ বিভিন্ন পদ উপভোগ করেন। এমনকি রেস্টুরেন্টের শেফ নিজেও তাদের সঙ্গে কথা বলতে আসেন এবং খাবার শেষে তারা দুজন রান্নাঘরে গিয়ে কর্মীদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান।
বর্তমানে কেটি পেরি কানাডায় তার কনসার্ট সফরে রয়েছেন। মন্ট্রিয়লের পাশাপাশি তার অটোয়াতেও পারফর্ম করার কথা রয়েছে। ব্যক্তিগত জীবনে সম্প্রতি দীর্ঘদিনের বাগদত্তা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে তার বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন কেটি। ১০ বছরের বেশি সময় ধরে একসঙ্গে থাকা এই জুটির একটি কন্যাসন্তান রয়েছে, যার নাম ডেইজি ডাভ। চলতি মাসের শুরুর দিকেই তারা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। তবে বিচ্ছেদের পরও কেটি ও ব্লুমকে তাদের মেয়ের সঙ্গে একটি পারিবারিক ছবিতে একসঙ্গে পোজ দিতে দেখা গেছে।
অন্যদিকে, জাস্টিন ট্রুডোও ২০২৩ সালে তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। এই দম্পতির জাভিয়ের, এলা-গ্রেস এবং হ্যাড্রিয়েন নামে তিন সন্তান রয়েছে।