ইউকে বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
হেডলাইন

সেমিফাইনালেই থামল আর্জেন্টিনার স্বপ্ন, টাইব্রেকারে জয় কলম্বিয়ার

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :গত বছর পুরুষ দলের কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার নারী দলের সামনে ছিল সেই সাফল্য পুনরাবৃত্তির সুযোগ। কিন্তু কলম্বিয়ার নারীরা যেন পুরুষ দলের হারের প্রতিশোধই নিলেন আজ। আর্জেন্টিনাকে হারিয়ে জায়গা করে নিলেন ফাইনালে।

মঙ্গলবার বাংলাদেশ সময় সকালে ইকুয়েডরের কুইটোতে অনুষ্ঠিত নারী কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে ৫–৪ ব্যবধানে হারতে হয় আর্জেন্টিনাকে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হয়।

খেলার শুরু থেকেই কলম্বিয়া ছিল আক্রমণে ও বল দখলে এগিয়ে। তবে তারা বারবার চেষ্টা করেও গোল আদায় করতে পারেনি। অন্যদিকে, আর্জেন্টিনাও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে প্রথম পাঁচটি শটে দুই দলই চারটি করে গোল করে। কিন্তু ষষ্ঠ শটে কলম্বিয়ার ওয়েন্ডি বনিলা বল জালে জড়ালেও আর্জেন্টিনার ইলিয়েনা স্টিবেলে ব্যর্থ হন। ফলে ৫–৪ গোলে জয় নিয়ে ফাইনালে উঠে কলম্বিয়া।

এই জয়ে কলম্বিয়া শুধু ফাইনালে উঠেই থেমে থাকেনি, বরং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার টিকিটও নিশ্চিত করেছে। উল্লেখ্য, নারী কোপা আমেরিকার এটি দশম আসর। এর আগে ৯টি আসরের মধ্যে ৮ বার শিরোপা জিতেছে ব্রাজিল। একমাত্র ব্যতিক্রম ছিল ২০০৬ সালে, যখন স্বাগতিক হিসেবে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

এদিকে দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল ভোরে ব্রাজিল মুখোমুখি হবে উরুগুয়ের। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২ আগস্ট, রোববার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ