ইউকে শনিবার, ২ আগস্ট ২০২৫
হেডলাইন

মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাসে ছুটি আবারও বাড়ল

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :রাজধানীর দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের প্রাণঘাতী ঘটনার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে তৃতীয় দফায় ছুটি বাড়ানো হয়েছে।

আগামী শনিবার (২ আগস্ট) পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম চলবে স্বাভাবিকভাবেই।

স্কুল শাখার প্রধান শিক্ষক খাদিজা আক্তার সোমবার রাতে বলেন, আমাদের দিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাস আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে। তবে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম চলবে।

তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলছি। তারা ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশে ফিরে আসতে আগ্রহী। আশা করছি, দ্রুতই পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রমে ফিরে আসা যাবে।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোনের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু।

দগ্ধ ও আহত ৩৪ জন চিকিৎসাধীন রয়েছেন— জাতীয় বার্ন ইনস্টিটিউটে: ২২ জন, সিএমএইচে: ১১ জন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে: ১ জন।

বিমান দুর্ঘটনার পর প্রথমে তিন দিনের, পরে ২৮ জুলাই পর্যন্ত ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এবার তৃতীয় দফায় তা বাড়িয়ে ২ আগস্ট পর্যন্ত করা হলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ