
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রায় পাঁচ মাস ধরে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় চরম অচলাবস্থা বিরাজ করছে। এ পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করলেন নতুন উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী। বৃহস্পতিবার নিয়োগ পাওয়ার পরদিনই খুলনায় এসে দায়িত্ব নেন বুয়েটের এই জ্যেষ্ঠ অধ্যাপক।
শনিবার (২৬ জুলাই) ডিনদের সঙ্গে বৈঠক করেন তিনি এবং অচলাবস্থা নিরসনে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দেন। উপাচার্য জানান, সব পক্ষের সঙ্গে আলোচনা করে ক্লাস শুরুর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। এরই মধ্যে তিনি পাশ্ববর্তী তিন থানার ওসিদের সঙ্গে বৈঠক করেছেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সঙ্গেও কথা বলবেন বলে জানান।
কুয়েটের শিক্ষার্থীরা বলছেন, টানা পাঁচ মাসের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় তারা দেশের অন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর চেয়ে পিছিয়ে পড়েছেন। বিশেষ করে ১৯ ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ হওয়ার কথা ছিল গত মার্চে, কিন্তু এখনো অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা।
গত ১৮ ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের সংঘর্ষ হয়, যাতে শতাধিক আহত হন। সেই রাতেই হামলাকারীদের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে তৎকালীন উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেন শিক্ষার্থীরা।
এরপর ২৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অব্যাহতি দেয়। শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার দাবি করে শিক্ষক সমিতি ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করে, এবং এখনো ক্লাসে ফিরে আসেননি শিক্ষকরা।
সব পক্ষের প্রত্যাশা, নতুন উপাচার্যের নেতৃত্বে সংকট দ্রুত নিরসন হবে এবং কুয়েটের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে।