ইউকে বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
হেডলাইন

জনগণ আওয়ামী লীগকে মাফ করবে না: দুদু

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের জনগণ কখনো শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ক্ষমা করবে না। তিনি দাবি করেন, বিএনপি ভবিষ্যতে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করে শেখ হাসিনার বিচার করবে।

শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে দুদু এসব কথা বলেন। সমাবেশের মূল দাবি ছিল আওয়ামী লীগের সহযোগীদের বিচার।
দুদু বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় লুটপাটকারী, দুর্নীতিবাজ ও গণহত্যাকারী হচ্ছে শেখ হাসিনা ও তার দল। গত ১৫ বছরে যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে শহীদ হয়েছেন এবং সাম্প্রতিক জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ও আহত হয়েছেন—তাদের প্রতি সম্মান জানাতেই এই বিচার হওয়া জরুরি। বর্তমান সরকার তা না করলে, ভবিষ্যতের নির্বাচিত সরকার তা করবে।”

আওয়ামী লীগকে ‘দানব’ দল হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, “শেখ হাসিনা হিটলারের অনুসারী। আর সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এই দানবদের কারিগর। তার বিচার হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “খালেদা জিয়া ও তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও নেতা। তারা কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি, ভবিষতেও করবেন না। বিএনপি জনগণের রায়ে সরকার গঠন করে আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার করবে।”

সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এসকে সাদীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ