ইউকে বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
হেডলাইন

অ্যাসাইকোডার বিকল্প নতুন সফটওয়্যার তৈরি হচ্ছে: এনবিআর চেয়ারম্যান

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, ‘প্রকৃত ব্যবসায়ীদের জন্য ব্যাবসায়িক কার্যক্রম আরও সহজ করতে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে। অ্যাসাইকোডার বিকল্প হিসেবে নতুন সফটওয়্যার তৈরি করা হচ্ছে। আমরা কাজ শুরু করে দিয়েছি। শেষ করতে বছর দুয়েক লাগতে পারে। তার আগেও শেষ হতে পারে।’

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম কাস্টমসে ব্যবসায়ী ও কর্মকর্তাদের বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

নতুন সফটওয়্যার প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, বিশ্বের অনেক দেশই অ্যাসাইকোডা সিস্টেম থেকে সরে এসেছে। আরও আপডেট সফটওয়্যার ব্যবহারে মাধ্যমে কীভাবে এ কার্যক্রমকে সহজ করা যায় সেটি নিয়ে কাজ করছে সরকার।

চট্টগ্রাম বন্দরকে গোডাউন বানানো যাবে না উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, বন্দর ইয়ার্ড খালি করতে ট্যারিফ বাড়ানো হয়েছে। উদ্দেশ্য হচ্ছে পোর্টের এফিসিয়েন্সি (দক্ষতা) বাড়ানো। এটা আমাদের মাননীয় নৌ উপদেষ্টা ও পোর্ট অথরিটি চেয়ারম্যানের চাওয়া। সব পণ্য এখানে (চট্টগ্রাম বন্দরে) আনার দরকার নেই। পানগাঁও টার্মিনাল আন ইউটিলাইজড মোংলা বন্দর আন ইউটিলাইজড (অব্যবহৃত)। নৌ পরিবহণ উপদেষ্টা বলেছেন চট্টগ্রামে যেসব গাড়ির শো রুম রয়েছে সেসব গাড়ি ছাড়া আমদানি করা সবগুলো গাড়ি মোংলায় যেতে পারে। উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রীয় টাকায় তৈরি করা এসব স্থাপনার ব্যবহার বাড়ানো। এসব স্থাপনা এভাবে আন ইউটিলাইজড থাকতে পারে না।

সরকার যা করে জনগণের জন্য করে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, নৌপরিবহণ মন্ত্রণালয় বিজনেস ক্ষতিগ্রস্ত হয় এমন সিদ্ধান্ত নিতে চাইবে না। মালামাল পড়ে থাকলে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়। পোর্টের দক্ষতার ক্ষতি হয়।

তিনি বলেন, অফডককে ম্যানেজমেন্ট করার জন্য চট্টগ্রামে আরেকটি কাস্টম হাউস হচ্ছে। এটার নাম ‘আইসিডি কাস্টম হাউস চট্টগ্রাম’। আগামী আগস্টে সেটার অর্ডার হয়ে যাবে। কমিশনারও সেখানে পোস্টেড হয়ে যাবে। অফডক থাকবে। অফডককে জনপ্রিয় করতে হবে। পোর্টের এফিসিয়েন্সি বাড়াতে হবে।

অকশানের কনটেইনার ছাড় করার ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা ১০০ জন অফিসার নিয়োগ দিয়েছি এসব কনটেইনার ইনভেন্ট্রি করার জন্য। অকশানের জন্য চট্টগ্রাম শহরে মাইকিং করতে বলেছি। যাতে চট্টগ্রাম শহরের সবাই জানতে পারবে।

সাবেক এমপিদের নামে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়িগুলো বিক্রি করতে বিকল্প চিন্তা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, গাড়িগুলো আমরা নিলামে দিয়েছিলাম। তবে আশানুরূপ ফল পাইনি। এখন আমরা কিছু বিকল্প চিন্তা করছি। যেমন কোনো কোনো সরকারি সংস্থা প্রস্তাব দিয়েছে তারা ৬০ শতাংশ দামে গাড়িগুলো নিতে চায়। আমরা জলের দরে বিক্রি করতে চাই না। এগুলোর একেকটি গাড়ির দাম ৮ থেকে ৯ কোটি টাকা। যদি উপযুক্ত দাম না পাই তবে আরও ভালো ব্যবহার কীভাবে করা যায় তা সরকারের উচ্চপর্যায়ে আলাপ করে সিদ্ধান্ত নেব। এসব গাড়ি বছরের পর বছর ফেলে স্ক্র্যাপ করার পক্ষে নই।

চট্টগ্রামে তিনটি আইকনিক ভবন করা হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, একটি কাস্টম হাউস হবে। এটির ডিজাইন চূড়ান্ত করা হয়েছে। তারপরও প্রধান উপদেষ্টাকে এই ডিজাইনগুলো দেখাবো। কাস্টম হাউস করতে পুরনো ভবন ভাঙতে হবে। যতদিন কনস্ট্রাকশন কাজ না হয় ততদিন আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কাস্টম হাউস শিফট হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ