
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের খুঁজে বের করে বিচার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, “মাইলস্টোন ট্র্যাজেডির পেছনে যারা দায়ী, তাদের আইনের আওতায় আনতেই হবে—যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।”
শুক্রবার (২৫ জুলাই) দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গয়েশ্বর উত্তরার দিয়াবাড়ি গোলচত্বর সংলগ্ন রূপা মিয়া আবাসিক এলাকার ওই পরিবারটির বাসায় যান।
এ সময় আনিকার বাবা আবুল হোসেন আবেগাপ্লুত হয়ে পড়েন। গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করেন এবং নিহত শিশুর পরিবারের প্রতি সান্ত্বনা জানান।
তিনি আরও বলেন, “বর্তমানে একটি অন্তর্বর্তী সরকার থাকলেও তার কার্যক্রম দৃশ্যমান নয়। নির্বাচিত সরকার না থাকায় দেশের সংকটে তারা দায় এড়িয়ে যাচ্ছে। তবে নির্বাচন যত বিলম্বিত হবে, সরকার তত প্রশ্নবিদ্ধ হবে এবং রাজনৈতিক সংকট বাড়বে।”
গয়েশ্বরের সফরে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন ও এম কফিল উদ্দিন আহমেদ।