ইউকে শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
হেডলাইন

বাংলাদেশের পাসপোর্টে তিন ধাপ অগ্রগতি, এখন অবস্থান ৯৪তম

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান তিন ধাপ উন্নীত হয়ে এখন ৯৪তম। আগের বছর এই অবস্থান ছিল ৯৭তম। ফলে বাংলাদেশের পাসপোর্টধারীদের আগাম ভিসা ছাড়া ভ্রমণ সুবিধা কিছুটা বেড়েছে।

এই তথ্য উঠে এসেছে লন্ডনভিত্তিক গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সদ্যতম ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’ থেকে।

বর্তমানে বাংলাদেশি নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ৩৯টি দেশে ভ্রমণ করতে পারেন। যদিও তালিকার উপরের দেশের তুলনায় এটি তুলনামূলকভাবে কম, তারপরও বাংলাদেশের অবস্থান ধীরে ধীরে উন্নতির পথে।

২০২৫ সালের হেনলি সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মর্যাদা পেয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯৩টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

পরবর্তী অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া (ভিসা-ফ্রি ১৯০টি দেশ), এবং তারপর ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন – যাদের পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে যেতে পারেন কোনো আগাম ভিসা ছাড়াই।

বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়াই যেসব দেশে ভ্রমণ সম্ভব: এই ৩৯টি দেশের মধ্যে রয়েছে – এশিয়া: ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, মিয়ানমার (বেছে কিছু), পূর্ব তিমুর।

আফ্রিকা: কেনিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, গাম্বিয়া, সিচিলিস, সোমালিয়া, সিয়েরা লিওন, বুরুন্ডি।

ক্যারিবীয় অঞ্চল: বার্বাডোজ, ডমিনিকা, গ্রানাডা, জ্যামাইকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইন।

ওশেনিয়া: ফিজি, মাইক্রোনেশিয়া, কুক আইল্যান্ডস, টুভালু, ভানুয়াতু, নুউয়ে।

অন্যান্য: বাহামা, বলিভিয়া, কেপ ভার্দে, কমোরো, গিনি-বিসাউ, কিরিবাতি, ডজিবুতি, সামোয়া, মন্টসেরাত, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।

তবে এসব দেশের মধ্যে অনেক জায়গায় অন অ্যারাইভাল ভিসা অথবা ই-ভিসা সিস্টেমে অনুমোদন নিতে হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ভ্রমণ সুবিধা বাড়াতে হলে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা ইস্যুতে আন্তর্জাতিক আস্থা অর্জন জরুরি। এতে শুধু ভ্রমণই নয়, বৈশ্বিক বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রেও বাংলাদেশের নাগরিকরা আরও বেশি সুযোগ পাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ