ইউকে শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
হেডলাইন

কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড, নিহত ২

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সীমান্তবর্তী বিরোধপূর্ণ অঞ্চলে গোলাবিনিময়ের পর কম্বোডিয়ায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে দুই দেশের সেনাদের গোলাগুলির জেরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বিবিসি ও আল জাজিরা।

থাই সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, কম্বোডিয়ান ব্যাটালিয়নের উপর সফলভাবে বোমা হামলা চালানোর পর তাদের সব এফ-১৬ যুদ্ধবিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, কম্বোডিয়ার ছোড়া রকেটে দুই থাই বেসামরিক নিহত হয়। এর পরপরই থাই বাহিনী সীমান্ত অঞ্চলে ফাইটার জেট মোতায়েন করে।

থাই সেনাবাহিনীর দাবি, তারা কম্বোডিয়ার স্পেশাল মিলিটারি রিজিয়ন কমান্ডস ৮ ও ৯ লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে এবং তা ধ্বংস করেছে।

এদিকে কম্বোডিয়ার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করেছে, থাইল্যান্ড তাদের ভূখণ্ড দখলের চেষ্টা করছে। দেশটি অতিরিক্ত সেনা ও ভারী অস্ত্র ব্যবহার করছে এবং বিমান হামলা চালাচ্ছে—যা জাতিসংঘ সনদের লঙ্ঘন।

কম্বোডিয়ার দাবি, থাই যুদ্ধবিমান থেকে তাদের নিয়ন্ত্রিত এলাকায় দুটি বোমা হামলা চালানো হয়েছে।

প্রধানমন্ত্রী হুন মানেত থাই হামলাকে ‘সশস্ত্র আগ্রাসন’ বলে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “কম্বোডিয়া শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী। কিন্তু প্রতিক্রিয়া জানাতে আমরা বাধ্য।”

এই উত্তেজনার মধ্যে থাইল্যান্ডের সীমান্তবর্তী সুরিন প্রদেশের স্থানীয় প্রশাসন জানিয়েছে, সীমান্তঘেঁষা ৮৬টি গ্রাম থেকে ৪০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ