
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :‘বউ নিখোঁজ’ শিরোনামে একটি নতুন নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন অহনা রহমান। নাটকটি লিখেছেন ইউসুফ আলী খোকন এবং পরিচালনা করেছেন রুমান রুনি। নাটকের ট্রেইলার ইতোমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে।
অহনা জানান, নাটকটির গল্প মূলত তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। এছাড়া তিনি অভিনয় করেছেন **‘আমার পরাণ পাখি’, ‘বউ শ্বাশুড়ি’, ‘মিশন নোয়াখালী’**সহ আরও কয়েকটি নাটকে, যেগুলো পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন, মহিন খান ও জিয়া উদ্দিন আলম।
‘বউ নিখোঁজ’সহ উল্লেখিত নাটকগুলো শিগগিরই বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে।