
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :আরটিভি মিউজিকের ‘ফোক স্টেশন সিজন সিক্স’-এ প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার গাওয়া ফোক গান ‘আশিকজন দিওয়ানা’। গানটির কথা ও সুর করেছেন গণি পাগল এবং সঙ্গীতায়োজন করেছেন তুহিন আহমেদ আল আমিন। ভিডিও নির্দেশনা দিয়েছেন নূর হোসেন হীরা।
ফোক গানে নিয়মিত হওয়ার বিষয়ে লুইপা জানান, ফোক সংগীতে শ্রোতার আগ্রহ বেড়েছে, মঞ্চেও ফোক গানের অনুরোধ পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ থেকে উঠে আসা লুইপার প্রথম একক অ্যালবাম ‘ছায়াবাজি’, মৌলিক গান ‘জেন্টলম্যান’, এবং বেগম আখতারের ‘জোছনা করেছে আঁড়ি’-র পুনঃসংস্করণ শ্রোতাদের মধ্যে পরিচিতি তৈরি করে। ২০২১ সালে তিনি রুনা লায়লার সুরে গাওয়া ‘এই দেখা শেষ দেখা’ গানে কণ্ঠ দেন, যা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সঙ্গীতায়োজন করেন রাজা ক্যাশেফ।