
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের এসেক্স জেলার সাউথএন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে একটি বিচক্র্যাফট বি ২০০ মডেলের ছোট উড়োজাহাজ। রোববার (১৩ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ঘটে এই দুর্ঘটনা।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এসেক্স পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “বিকেল ৪টার দিকে ১২ মিটার দীর্ঘ একটি উড়োজাহাজ সাউথএন্ড বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে। আমাদের সদস্যরা ও জরুরি পরিষেবার লোকজন ঘটনাস্থলে আছেন এবং দায়িত্ব পালন করছেন। আগামী কয়েক ঘণ্টা তারা সেখানেই থাকবেন।” একইসঙ্গে সাধারণ মানুষকে বিমানবন্দর এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।
বিচক্র্যাফট বি ২০০ মডেলের এই উড়োজাহাজে সর্বোচ্চ ৯ জন যাত্রী ও ২ জন পাইলট থাকতে পারেন। তবে দুর্ঘটনার সময় এতে কতজন ছিলেন বা আদৌ কেউ ছিলেন কি না— সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ। এখন পর্যন্ত হতাহতের সংখ্যাও নিশ্চিত করা হয়নি।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমানটি সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। তবে আকাশে ওঠার পরপরই ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বিস্ফোরণের পর বিমানের ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে আশপাশে।
এসেক্স কাউন্টি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে ফায়ার টিম পাঠিয়েছে। আর দ্য ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে একটি এয়ার অ্যাম্বুলেন্সসহ অন্তত চারটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান জিউশ এভিয়েশনের। এটি মূলত অসুস্থ রোগীদের পরিবহনের কাজে ব্যবহৃত হতো এবং ভেতরে বিভিন্ন চিকিৎসা সরঞ্জামও ছিল।
ঘটনার পর সাউথএন্ড বিমানবন্দর কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, “পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে।”