
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বান্দরবানের সুয়ালক ইউনিয়নের দেওয়াই হেডম্যান পাড়ায় ট্রান্সফরমার বিস্ফোরণের পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং আহত অবস্থায় হাসপাতালে আনার পথে প্রাণ হারান আরও একজন নারী।
রোববার (১৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে সুয়ালক ইউনিয়নের দেওয়াই হেডম্যান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও মিডিয়া) আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— ওরকান ম্রো (৭১), তার ছেলে তুমলে ম্রো (১৭) এবং পুত্রবধূ রাওলেন ম্রো (৪০)। তারা সবাই বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে পাড়ার পাশের একটি বিদ্যুৎ ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়। এর ফলে যেসব ঘরে বিদ্যুৎ সংযোগ ছিল, সেগুলোর মিটার ও তারে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা মিটার বন্ধ করতে গিয়ে একে একে বিদ্যুৎস্পৃষ্ট হন।
সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা জানান, রাত ২টার দিকে স্থানীয়দের কাছ থেকে তিনি মৃত্যুর খবর পান। তবে দুর্গম পাহাড়ি এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. দিলিপ চৌধুরী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক নারীকে ভোররাত ৩টা ২০ মিনিটে হাসপাতালে আনা হয়, তবে এর আগেই তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন মাসুম বলেন, ট্রান্সফরমার বিস্ফোরণ ও প্রাণহানির বিষয়ে তিনি অবগত হয়েছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে কর্মকর্তাদের পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই বিস্তারিত জানানো সম্ভব হবে।