
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :পরকীয়া সন্দেহে স্বামীর হাতে ছুরিকাঘাতে গুরুতর আহত হলেন ভারতীয় কন্নড় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মঞ্জুলা শ্রুতি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ৪ জুলাই নিজের বাড়িতে স্বামীর হাতে মারাত্মকভাবে নির্যাতনের শিকার হন এই অভিনেত্রী। তার অভিযোগ, স্বামী অমরিশ প্রথমে তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন এবং এরপর এলোপাতাড়ি ছুরি চালান তার ওপর।
এক পর্যায়ে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় মঞ্জুলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। বর্তমানে অভিনেত্রী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দাম্পত্য কলহ থেকেই এই হামলা বলে প্রাথমিকভাবে মনে করছে প্রশাসন। ঘটনাটি কন্নড় ইন্ডাস্ট্রিজে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রসঙ্গত, প্রেমে পড়ে ২০ বছর আগে বিয়ে করেন শ্রুতি ও অমরেশ। দুই সন্তানকে নিয়ে তারা হনুমন্তনগরে ভাড়া বাড়িতে থাকেন। জানা গেছে, তাদের সম্পর্ক এবং দাম্পত্য তিক্ততায় ক্ষতবিক্ষত হয়ে পড়েছিল সম্প্রতি। তিন মাস আগে তার স্বামীর থেকে আলাদা হয়ে নিজের ভাইয়ের সঙ্গে থাকছিলেন শ্রুতি। এর আগে টাকা তছরুপের অভিযোগ এনে হনুমন্তনগর থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এই অভিনেত্রী।
এরপর তিক্ততা মিটমাট করে বৃহস্পতিবার এই দম্পতি আবার একসঙ্গে থাকতে শুরু করেন। পরের দিনই সন্তানরা কলেজে চলে যাওয়ার পর স্ত্রীর ওপর অমরেশ হামলা চালান বলে জানা যায়।
তিনি প্রথমে গোলমরিচ ছুড়ে দেন স্ত্রীর চোখ লক্ষ্য করে। তারপর পাঁজর, থাই, ঘাড়সহ শরীরের একাধিক অঙ্গে আঘাত করেন ছুরি দিয়ে। অভিযোগ, শ্রুতির মাথা দেয়ালে ঠুকে দেন তার স্বামী।