ইউকে রবিবার, ১৩ জুলাই ২০২৫
হেডলাইন

এখনই ফিলিস্তিনকে স্বীকৃতি দিন: ব্রিটিশ সরকারকে ৬০ এমপির খোলা চিঠি

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ইসরায়েলের গাজা আগ্রাসনের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রায় ৬০ জন সংসদ সদস্য এক খোলা চিঠিতে ব্রিটিশ সরকারকে এখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির উদ্দেশে পাঠানো ওই চিঠিতে তারা ইসরায়েলি অভিযানে মানবাধিকার লঙ্ঘনের কঠোর সমালোচনা করেন।

চিঠিতে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর রাফাহ শহরে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা স্পষ্টতই মানবতাবিরোধী অপরাধ এবং জাতিগত নিধনের ইঙ্গিত দেয়। এমপিরা স্পষ্ট ভাষায় লেখেন, “গাজায় যা ঘটছে, তাকে আর কূটনৈতিক ভদ্রতায় ঢেকে রাখা যায় না—এটি একটি জাতিগত নিধন।”

এই উদ্যোগ নিয়েছে ‘লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্ট’ নামের একটি প্রভাবশালী সংসদীয় গ্রুপ। চিঠিতে স্বাক্ষর করেছেন সহসভাপতি সারা ওয়েন, অ্যান্ড্রু পেইকস, লিয়াম বায়ার্ন, ট্যানমাঞ্জিত সিং ধেসি, স্টেলা ক্রিসি, ডায়ান অ্যাবট, ডন বাটলার, ক্লাইভ লুইসসহ বহু লেবার নেতা।

চিঠিতে পাঁচটি প্রধান দাবি উত্থাপন করা হয়:

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ–তে যুক্তরাজ্যের অর্থায়ন চালু রাখা

হামাসের হাতে আটক বন্দিদের মুক্তিতে কার্যকর পদক্ষেপ

পশ্চিম তীরের অবৈধ ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা

অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি

দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি

চিঠিতে এমপিরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি এখন ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া হয়, তাহলে বার্তা যাবে যে ফিলিস্তিনিদের রাষ্ট্র পাওয়ার আশা শেষ হয়ে গেছে, আর দখলই ভবিষ্যতের বাস্তবতা।”

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়ায় জানায়, তারা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে সেটা এমন সময়ে করা হবে যখন তা কূটনৈতিকভাবে সবচেয়ে কার্যকর হবে।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, এখনই যুদ্ধবিরতির দাবি তোলা এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া জরুরি। তিনি বলেন, “এটিই শান্তির একমাত্র বাস্তব পথ।”

চিঠিতে স্বাক্ষরকারীরা এই প্রথমবার নিজেদের পরিচয় প্রকাশ্যে আনলেন। এর আগে তারা আরেকটি চিঠিতে সমর্থন দিলেও নাম গোপন রেখেছিলেন। এবার তারা ফিলিস্তিনের স্বার্থে স্পষ্ট অবস্থান নিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ