ইউকে রবিবার, ১৩ জুলাই ২০২৫
হেডলাইন

গাজার অবরুদ্ধ অঞ্চলে ইসরায়েলের হামলায় ১১০ ফিলিস্তিনি নিহত

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় একদিনে কমপক্ষে ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের একটি সহায়তা সংস্থা, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর সামনে খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মারা গেছেন।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা কোনো সতর্কতা ছাড়াই সরাসরি লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর গুলি চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, স্নাইপারদের গুলিতে বহু হতাহতের ঘটনা ঘটে। আহতদের চিকিৎসা দিতে গাজার হাসপাতালগুলো ভীষণ চাপের মুখে পড়েছে এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাব দেখা দিয়েছে।

গাজার বিভিন্ন অংশে এ দিনগুলিতে ব্যাপক বোমা হামলায় আরও অনেকে নিহত হয়েছেন। তাছাড়া, গাজায় চলমান অপুষ্টির কারণে ৬৭ জন শিশু মারা গেছেন, এবং সাড়ে ৬ লাখের বেশি পাঁচ বছরের নিচু শিশু মারাত্মক অপুষ্টির ঝুঁকিতে রয়েছে।

এদিকে, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার বিষয়ে চলমান আলোচনা এখনো বন্ধুর অবস্থা, যেখানে মূল দ্বন্দ্বের বিষয় হলো ইসরায়েল কতটুকু এলাকা ছাড়বে। হামাসের বক্তব্য, প্রস্তাবিত মানচিত্রে গাজার প্রায় ৪০ শতাংশ এলাকা ইসরায়েলের দখলে থাকবে, যা তারা মেনে নেবে না।

আল জাজিরার প্রতিবেদক জানাচ্ছেন, কাতারে আলোচনায় ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন, যেখানে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা অচলাবস্থা কাটাতে সহায়ক হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ