ইউকে রবিবার, ১৩ জুলাই ২০২৫
হেডলাইন

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির আবু সাঈদ হত্যা ও আশুলিয়া গণহত্যার আসামিরা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :রংপুরে আবু সাঈদ হত্যা এবং ঢাকার আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া দুই আলোচিত মামলার আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) সকালে পৃথক প্রিজনভ্যানে করে অভিযুক্তদের ট্রাইব্যুনালে আনা হয়। আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার চারজন হলেন— বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল পলাতক ২৬ আসামিকে হাজিরের জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়। মামলায় মোট আসামির সংখ্যা ৩০।

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। তার দুই হাত প্রসারিত করে দাঁড়ানো অবস্থায় গুলিবিদ্ধ হওয়ার ভিডিও দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়। শুরু হয় ‘কমপ্লিট শাটডাউন’ আন্দোলন, যা একাধিক প্রাণহানি ও সম্পদ ধ্বংসের মধ্য দিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে।

এদিকে আশুলিয়ায় গণহত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। তাদের মধ্যে পলাতক সাবেক এমপি সাইফুলসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ